শ্যামলবাংলা ডেস্ক : ভারতের মুম্বাইয়ের ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬০ এ। ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে ধসেপড়া ভবনের উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
উদ্ধারকারী দলের প্রধান অলক আভাস্তি জানিয়েছেন, ওই ভবনে বসবাসকারী ৯৩ জনের তালিকার সাথে হতাহতের হিসেব মিলে যাওয়ায় ওই উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হয।
উলেখ্য, পৌরকর্মীদের কোয়ার্টার হিসেবে ব্যবহৃত ১৯৮০ সালে নির্মিত ভখবনটি শুক্রবার ভোরে ভবন ধসে পড়ে। তখন এর বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন।