শ্যামলবাংলা ডেস্ক : সেলফোন অপারেটর গ্রামীণফোন অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে সেবা দেওয়া শুরু করছে তৃতীয় প্রজন্মের তরঙ্গ সেবা থ্রিজি । প্রাথমিকভাবে ঢাকা ও চট্রগ্রামে এই সেবা চালু হলেও এর পরের মাসে নারায়ণগঞ্জ এবং মার্চের মধ্যেই প্রতিটি জেলায় পৌঁছে যাবে।
থ্রিজি সেবা গ্রামীণফোন এবং বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করলো। একই সঙ্গে দেশ প্রবেশ করলো তথ্যকেন্দ্রিক যুগে।
ঢাকা ও চট্টগ্রাম থেকে গ্রাহকদের এসময় থ্রিজি সেবা গ্রহণে গ্রাহকদের যাতে হয়রানি না হয় সেজন্য তারা সিমলেস ট্রান্সফার চালু করবেন।
এই মুহূর্তে বাংলাদেশে বিশ্বের থ্রিজি বিশেষজ্ঞদের একটি বড় অংশ অবস্থান করছে। গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের অনেক দেশে থ্রিজি সেবা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। গ্রামীণফোনের বেশকিছু কর্মকর্তা নরওয়ে, সুইডেনে গিয়ে থ্রিজি বিষয়ে হাতে কলমে শিক্ষা নিয়ে এসেছেন। তারা এখন থ্রিজি সেবা দিতে কাজ করছেন।
