স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর শনিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় রজনীগন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হানিফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিনসহ বিভিন্ন এনজিও ও গণমাধ্যম প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এরপর জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
