জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল(টি আই বি) এর উদ্যোগে দু’দিন ব্যাপি তথ্য মেলা শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) ও উপজেলা প্রশাসনের এর আয়োজনে তারাগঞ্জ উত্তর বাজারস্থ শহীদ মিনার চত্বরে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের মহাসচিব ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। এ উপলক্ষ্যে সনাকের সভাপতি সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আনোয়ার হোসেন, সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ এনায়েত আলী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জুবায়দা হাবীব। নালিতাবাড়ী সনাকের সহ-সভাপতি কুহিনুর রুমা ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিআইবির প্রোগাম ম্যানেজার রাজেশ অধিকারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান, টিআইবির এরিয়া ম্যানেজার আলমগীর কবির।
এর আগে শহীদ মিনার চত্বর থেকে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস বিষয়ক একটি বর্ণাঢ্য র্যালি নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় শহীদ মিনার চত্বর গিয়ে শেষ হয়। উল্লেখ্য, দু’দিনব্যাপি তথ্য মেলা প্রতিদিন রাত ১০ টা পর্যন্ত সর্ব সাধারনের জন্য খোলা থাকবে এবং প্রতিদিন বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। মেলায় ২৮ টি সরকারী- বেসরকারী ষ্টল স্থান পেয়েছে।
