রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে মসজিদে নাশকতা উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানা ও নগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা মসজিদে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া মডেল থানা ও নগর ডিবি পুলিশের সদস্যরা রাত ৯টার দিকে টিকাপাড়া মুহাম্মদপুর জামে মসজিদে অভিযান চালায়। এ সময় সেখানে জামায়াত-শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। অভিযানকালে আরো কয়েক নেতাকর্মী পালিয়ে যায়।
রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) সাইদুর রহমান বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিবার শিবিরের ডাকা হরতালে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানান তিনি।
