শ্যামলবাংলা ডেস্ক : নারীশিক্ষা আন্দোলনের কর্মী পাকিস্তানের মালালা ইউসুফজাই ভবিষ্যতে রাজনীতিবিদ হতে চায়। মালালা ২৭ সেপ্টেম্বর শুক্রবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যানিটারিয়ান অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ার পর এক ভাষণে তার ওই ইচ্ছার কথা বলে।
মালালা মনে করে, রাজনীতিবিদেরা ব্যাপকভাবে সমাজে প্রভাব বিস্তার করতে পারেন। মালালা এ সময় তার বাড়ি পাকিস্তানের সোয়াত উপত্যকার প্রসঙ্গ উল্লেখ করে স্মৃতিকাতর হয়ে পড়ে। একদিন সে বাড়িতে ফিরতে পারবে বলেও আশা প্রকাশ করে।
মানবকল্যাণে অবদানের জন্য চলতি বছর তাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ‘পিটার জে গমেজ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ দেয়। পাকিস্তানি কিশোরী মালালা গত বছরের অক্টোবরে তালেবান জঙ্গিদের হামলার শিকার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। সেখানেই মালালা সুস্থ হয়ে ওঠে।
