তাপস চন্দ্র সরকার,(চট্টগ্রাম ) : রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, জামায়াত আর হেফাজত, ইসলামের নাম ব্যবহার করে আমাদের দেশের মানুষকে হত্যার ষড়যন্ত্রে নেমেছে। তারা হরতাল আর জ্বালাও পোড়াও করে শান্তবাংলাদেশকে অশান্ত করতে উঠে পরে লেগেছে। তারা ভোটের জন্য মিথ্যা প্রচারে নেমেছে তাদের থেকে মা-বোনদের সাবধান থাকতে হবে। আওয়ামীলীগ লুটপাট করেনা, আওয়ামীলীগ ইসলামের দোহাই দেইনা, ইসলাম আমাদের মাথার মুকুট হিসেবেই আমরা দেখি। ইসলামকে আমরা রাজনীতির সাথে মেশাইনা।
আওয়ামীলীগ সরকার নারীবান্ধব সরকার, তাই আওয়ামীলীগ ক্ষমতায় আসলে মাতৃত্ব ভাতা পায়, বিধবা ভাতা পায়, স্কুল কলেজে উপবৃত্তি পায়। আওয়ামীলীগ মহিলাদের কল্যানে কাজ করেছে করে যাচ্ছে। যা বিশ্বের বুকে ইতিহাস হয়ে থাকবে।
মন্ত্রী গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর চৌদ্দগ্রামের কয়েকটি ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে আরো বলেন, নির্বাচন আসলে কিছু কিছু লোক ইসলামের নাম ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের ভূল তথ্য দেয় আওয়ামীলীগকে নাস্তিক দল বলে। আসলে তারাই নাস্তিক কারণ তারাই ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করে আওয়ামীলীগ করেনা। তারা মানুষকে ভূল বুঝিয়ে মতায় গিয়ে মানুষের জন্য কিছু করেনা। তারা শুধু লুটপাট করেন। তার ১৯৭১ সালে মানুষকে হত্যা করেছে আমাদের মা-বোনদের নির্যাতন করেছে। তারা নারীদের কল্যান চায়না তার নারীদের পিছিয়ে দিতে চায়।
আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মহিলাদের এগিয়ে নিতে চায় তাই তিনি সংসদদের স্পীকার মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মহিলা সহ বিভিন্ন েেত্র মহিলাদের নেতৃত্ব দিয়ে মহিলাদের মূল্যায়িত করেছেন।
কর্মীসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া হাসান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহিদুর রহমান, জেলা আওয়ামীলীগ সদস্য সামছুল আলম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নরুল ইসলাম হাজারী, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখ্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল ইসলাম শাহিন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মেম্বার, শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহিনুল ইসলাম, কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ প্রমূখ। এর পূর্বে মন্ত্রী উপজেলা রাজরমাথ দিঘির পর সংলগ্ন একটি রেষ্টুরেন্টে উজিরপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ ও কালিকাপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে কাশিনগর ইউনিয়ন ছাত্রদল কর্মী সোহেল রানা মন্ত্রীর হাতে হাত মিলিয়ে ছাত্রলীগে যোগদান করেন। কর্মী সমাবেশে উত্তর চৌদ্দগ্রামের বিভিন্ন গ্রামের শত শত মহিলা দলে দলে কর্মী সমাবেশে যোগদান করেন।

RvgvqvZ I †ndvR‡Zi cÖZviK‡`i †_‡K mveavb _vK‡Z n‡e

‡PŠÏMÖv‡g gwnjvKgx© mgv‡e‡k ‡ijgš¿x gywReyj nK
Zvcm P›`ª miKvi,(PÆMÖvg )| ‡ijgš¿x gywReyj nK Ggwc e‡j‡Qb, RvgvqvZ Avi †ndvRZ, Bmjv‡gi bvg e¨envi K‡i Avgv‡`i †`‡ki gvbyl‡K nZ¨vi loh‡š¿ †b‡g‡Q| Zviv niZvj Avi R¡vjvI †cvovI K‡i kvš—evsjv‡`k‡K Akvš— Ki‡Z D‡V c‡i †j‡M‡Q| Zviv †fv‡Ui Rb¨ wg_¨v cÖPv‡i †b‡g‡Q Zv‡`i ‡_‡K gv-‡evb‡`i mveavb _vK‡Z n‡e| AvIqvgxjxM jyUcvU K‡ibv, AvIqvgxjxM Bmjv‡gi †`vnvB †`Bbv, Bmjvg Avgv‡`i gv_vi gyKzU wn‡m‡eB Avgiv ‡`wL| Bmjvg‡K Avgiv ivRbxwZi mv‡_ †gkvBbv|
AvIqvgxjxM miKvi bvixevÜe miKvi, ZvB AvIqvgxjxM ÿgZvq Avm‡j gvZ…Z¡ fvZv cvq, weaev fvZv cvq, ¯‹zj K‡j‡R Dce„wË cvq| AvIqvgxjxM gwnjv‡`i Kj¨v‡b KvR K‡i‡Q K‡i hv‡”Q| hv we‡k¦i ey‡K BwZnvm n‡q _vK‡e|
gš¿x MZKvj 27 †m‡Þ¤^i ïµevi †PŠÏMÖvg Dc‡Rjvi DËi †PŠÏMÖv‡gi K‡qKwU BDwbq‡bi gwnjv AvIqvgxjx‡Mi Kgx© mgv‡e‡k cÖavb AwZw_i e³‡e¨ Gme K_v e‡jb|
gš¿x gwnjv‡`i D‡Ï‡k¨ Av‡iv e‡jb, wbev©Pb Avm‡j wKQz wKQz †jvK Bmjv‡gi bvg e¨envi K‡i evwo evwo wM‡q gv-‡evb‡`i f~j Z_¨ †`q AvIqvgxjxM‡K bvw¯—K `j e‡j| Avm‡j ZvivB bvw¯—K KviY ZvivB Bmjv‡gi bvg e¨envi K‡i ivRbxwZ K‡i AvIqvgxjxM K‡ibv| Zviv gvbyl‡K f~j eywS‡q ¶gZvq wM‡q gvby‡li Rb¨ wKQz K‡ibv| Zviv ïay jyUcvU K‡ib| Zvi 1971 mv‡j gvbyl‡K nZ¨v K‡i‡Q Avgv‡`i gv-‡evb‡`i wbhv©Zb K‡i‡Q| Zviv bvix‡`i Kj¨vb Pvqbv Zvi bvix‡`i wcwQ‡q w`‡Z Pvq|
Avgv‡`i †`‡ki eZ©gvb cÖavbgš¿x gwnjv‡`i GwM‡q wb‡Z Pvq ZvB wZwb msm`‡`i ¯úxKvi gwnjv, ciivóªgš¿x gwnjv, gwnjv I wkï welqK gš¿x gwnjv mn wewfbœ †¶‡Î gwnjv‡`i †bZ…Z¡ w`‡q gwnjv‡`i g~j¨vwqZ K‡i‡Qb|
Kg©xmfvq Ab¨vb¨‡`i gv‡S e³e¨ iv‡Lb †PŠÏMÖvg Dc‡Rjv AvIqvgxjx‡Mi mfvcwZ I Dc‡Rjv †Pqvig¨vb Avãym †mvenvb f~Bqv nvmvb, Dc‡Rjv wbevnx© Kg©KZv© gvwn`yi ingvb, ‡Rjv AvIqvgxjxM m`m¨ mvgQzj Avjg gRyg`vi, Dc‡Rjv AvIqvgxjx‡Mi mn-mfvcwZ I Dc‡Rjv fvBm †Pqvig¨vb biæj Bmjvg nvRvix, gwnjv fvBm †Pqvig¨vb iv‡k`v AvL&Zvi, Dc‡Rjv gyw³‡hv×v KgvÛvi Aveyj nv‡kg, Dc‡Rjv hyejx‡Mi mvaviY m¤úv`K I kÖxcyi BDwbqb cwil‡`i †Pqvig¨vb kvn Rvjvj gRyg`vi, KvwkbMi BDwbqb cwil‡`i †Pqvig¨vb kvwnbyj Bmjvg kvwnb, kÖxcyi BDwbqb AvIqvgxjx‡M mvaviY m¤úv`K Avãym mvgv` †g¤^vi, ïfcyi BDwbqb AvIqvgxjxM †bZv kvwnbyj Bmjvg, KvwkbMi BDwbqb AvIqvgxjx‡Mi mvaviY m¤úv`K gvmy`yj Bmjvg gvmy` cÖg~L| Gi c~‡e© gš¿x Dc‡Rjv ivRigv_ w`wNi ci msjMœ GKwU †ióz‡i‡›U DwRicyi BDwbqb gwnjv AvIqvgxjxM I KvwjKvcyi BDwbqb gwnjv AvIqvgxjx‡Mi Kgx© mgv‡e‡k cÖavb AwZw_i e³e¨ iv‡Lb| c‡i KvwkbMi BDwbqb QvÎ`j Kgx© †mv‡nj ivbv gš¿xi nv‡Z nvZ wgwj‡q QvÎjx‡M †hvM`vb K‡ib| Kgx© mgv‡e‡k DËi †PŠÏMÖv‡gi wewfbœ MÖv‡gi kZ kZ gwnjv `‡j `‡j Kgx© mgv‡e‡k ‡hvM`vb K‡ib|
