শ্যামলবাংলা বিনোদন : গান চুরির অভিযোগে চলচ্চিত্রনির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। তিনি ২ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
একই সাথে ৪ টি মোবাইল অপারেটর ও সিডি’র প্রকাশক গীতি মিউজিককেও নোটিশ পাঠিয়েছেন তিনি।সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুজ্জামান কচির মাধ্যমে ওই নোটিশ পাঠানো হয়। দেবাশীষ বিশ্বাস লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে শওকত আলী ইমন বলেন, তার কম্পোজিশনের ৪টা গান বিনা অনুমতিতে দেবাশীষ বিশ্বাসের চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’ এ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, গানগুলো সিডি আকারে বাজারজাত করেছেন। সেই সাথে মোবাইল অপারেটরগুলোর ওয়েলকাম টিউন হিসেবেও ব্যবহার করছেন। দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ইমন এবং আশা করছেন তিনি এর জবাব দেবেন। ইমন আরও বলেন, সিডিতে বাজারজাতকৃত গানগুলো এমপিথ্রি ভার্সনে ছাড়া হয়েছে যা তার গানের মানও ক্ষতিগ্রস্ত করেছে এবং একই সঙ্গে তার সুনাম ক্ষুন্ন করেছে।
