শ্যামলবাংলা স্পোর্টস : অক্টোবরে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে খেলতে ডাক পেলেন মাশরাফি বিন মর্তুজা। ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই সিরিজের জন্য টাইগারদের প্রাথমিক দল ঘোষণা করেছে। ঘোষিত ২৮ জনের দলে অর্ন্তভূক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার ও ঢাকা মোহামেডানের অধিনায়ক মাশরাফিকে। ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন আর্ন্তজাতিক ম্যাচের বাইরে ছিলেন। তবে ফিঙ্ংিয়ের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আশরাফুল ও মোশারফ হোসেন রুবেলকে রাখা হয়নি প্রাথমিক স্কোয়াডে।
অন্যদিকে একই সিরিজের জন্য প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন আল আমিন, মুক্তার আলী ও নুর হোসেন। ডাক পাওয়া ওইসব ক্রিকেটারদের ১ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। এছাড়াও সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচের দলও ঘোষণা করেছে বিসিবি।

প্রাথমিক স্কোয়াড : মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস,জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক,নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়্যূব, রবিউল ইসলাম,ফরহাদ রেজা, মেহরাব হোসেন, সাজিদুল ইসলাম, আল আমিন,এনামুল হক জুনিয়ার, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুক্তার আলী ও নুর হোসেন।
বিসিবি একাদশ (৩ দিনের প্রস্তুতি ম্যাচ) : মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, জিয়াউর রহমান, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, ফরহাদ রেজা, মেহরাব হোসেন, সাজেদুল ইসলাম, সৌম্য সরকার, মুক্তার আলী ও নূর হোসেন।
