পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার হাটুরিয়ায় পূর্ব বিরোধের জের ধরে যুবলীগ কর্মীর গুলিতে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা গুরুতর আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে।
জানা যায়, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নাকালিয়া আনোয়ারা কাদের উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী মুকুল স্থানীয় কতিপয় যুবলীগ কর্মীর চাঁদাবাজীসহ নানা অপকর্মে বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই কর্মীরা তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায়। এরই জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মোকাদ্দেস আলী হাটুরিয়া বাজার থেকে বাড়ী ফেরার পথে হাটুরিয়া পূর্বপাড়া জামে মসজিদের সামনে পৌছামাত্র ৫-৬ জন যুবলীগকর্মী পথরোধ করে তার ডান পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোকাদ্দেস আলীকে উদ্ধার করে বেড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা মোকাদ্দেস আলীর ডান পায়ের উরুতে গুলি করেছে। ওই ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।
