ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার বাকাকুড়া আদর্শ গ্রামে আনুষ্ঠানিকভাবে ওই চারা বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ হারুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের এজিএম সুরঞ্জন কুমার রায়, বেসরকারী উন্নয়ন সংস্থা এসপিএস এর নির্বাহী পরিচালক আব্দুল মান্নান ভাসানী, অগ্রণী ব্যাংকের নালিতাবাড়ী উপজেলা শাখা ম্যানেজার শাহজাদা, তিনানী অগ্রণী ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক ধুলু, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, কাংশা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরকার প্রমূখ। পরে গ্রামীণ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) এর আওতায় উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের মাঝে ২৭ হাজার ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়।
