পাবনা প্রতিনিধি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু বলেছেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। তবে কোনভাবেই তত্ত্বাবধায়ক সরকার নামক দানবকে নির্বাচনের সাথে সম্পৃক্ত হতে দেওয়া হবে না। তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী রংপুর জনসভায় বলেছিলেন ‘আমি ভোট চাইতে আসিনি, ভোট রুখতে এসেছি’- এ থেকে বুঝা যায় তিনি নির্বাচন চান না। যারা যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে মেনে নিতে পারছে না এবং তাদের মুক্তি কামনা করে, তারা খালেদা জিয়ার উস্কানিতে বাস, ট্রাক ভাংচুরসহ ড্রাইভারদের পুড়িয়ে হত্যা করে গণতন্ত্রকে বাধাগ্রস্থ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জীবন দিয়ে হলেও দেশের গণতন্ত্রকে রক্ষা করবে। আগামী নির্বাচনে বিরোধী দল জয়ী হতে পারবে না জেনেই তারা পুলিশ বাহিনীর উপর আক্রমন করছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পাবনার সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে কোনাবাড়ীয়া শিশু বাগান স্পোর্টিং ক্লাব আয়োজিত চূড়ান্ত ফুটবল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া বিআরডিবি’র চেয়ারম্যান মাহবুবুল আলম বাচ্চু। চুড়ান্ত ফুটবল খেলায় ধোপাদহ ফুটবল একাদশ বোয়াইলমারী ইছামতি ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে।