ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : অভ্যন্তরিণ দ্বন্দ্বের জের ধরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে পাল্টা গ্র“পের হামলায় শিপন মিয়া (১৮) নামে এক ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। আহত শিপনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলায় দীর্ঘ প্রায় ৩ বছর ধরে ছাত্রদলের কমিটি নেই। উপজেলা ছাত্রদল দু’ভাগে বিভক্ত। এক গ্র“পের নেতৃত্ব দেন মনির হোসেন এবং অপর গ্র“পের নেতৃত্ব দেন শহিদুল্লাহ। বৃহস্পতিবার উভয় গ্র“পের অভ্যন্তরিণ দ্বন্দ্বের জের ধরে উপজেলা সদরের ব্রীজ রোডে শহিদুল্লাহ গ্র“পের কর্মীরা মনির গ্র“পের কর্মীদের ওপর হামলা করে। ওই সময় অন্যরা রক্ষা পেলেও শিপন হামলার শিকার হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা সামান্য। এরপরও কেউ মামলা দিলে ব্যবস্থা নেব।
