স্টাফ রিপোর্টার : এবার মাদকের অপব্যবহার ও পাচাররোধে শেরপুরের শ্রীবরদী সীমান্ত পল্লীতে গণর্যালি ও আলোচনা সভা করেছে বিজিবি। এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বুধবার কর্ণঝোড়া বাজার সংলগ্ন দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও গণর্যালি অনুষ্ঠিত হয়। মাটিফাটা জি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজিবি-৩৫ ব্যাটালিয়ানের কর্নঝোড়া ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার শাহজাহান। ইমতিয়াজ জাবেদের সঞ্চলনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ আলী, মাদ্রাসার সুপার মাজহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক লিটন প্রমুখ। পরে উপস্থিত নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি ও দু’শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মাদকবিরোধী এক গণর্যালি বের করা হয়। এসময় সকলের কণ্ঠেই উচ্চারিত হয় ‘মাদক নয়, চাই সুস্থ্য ও শান্তিময় জীবন’।
এদিকে, বিজিবির আয়োজনে মঙ্গলবার বাবেলাকোনা এলাকায় পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজিবি-৩৫ ব্যাটালিয়ানের কর্নঝোড়া ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার শাহজাহান, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুশীল নকরেক, আদিবাসী বীর মুক্তিযোদ্ধা ও ইউ.পি সদস্য ভূপেন্দ্র মান্দা, সাংবাদিক-মানবাধিকার কর্মী প্রাঞ্জল এম. সাংমা প্রমুখ।
