ads

বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০১৩ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈষম্যের শিকার লাখো মানুষ : ৪২ বছরেও এমপি হয়নি ঝিনাইগাতীতে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২৬, ২০১৩ ৪:৪৯ অপরাহ্ণ

sherpur disখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে অবহেলিত পাহাড়ী জনপদ ঝিনাইগাতী উপজেলাবাসীর মধ্যে শোনা যাচ্ছে বিদ্রোহের আওয়াজ। বড় রাজনৈতিক দলগুলো দীর্ঘ ৪২ বছরেও এ উপজেলা থেকে প্রার্থী মনোনয়ন দেয়নি। ফলে স্বাধীনতাত্তোর বাংলাদেশ বিভিন্ন দলের যতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তা শুধু শ্রীবরদী উপজেলা থেকে। ঝিনাইগাতীবাসীর অভিযোগ, শ্রীবরদী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সকল বিষয়ে তাদের সাথে করেছেন বৈষম্যমূলক আচরন। তুলনামূলকভাবে এ উপজেলায় হয়নি উন্নয়ন। এসব বিষয় নিয়ে ঝিনাইগাতী উপজেলাবাসীর মধ্যে দিনে দিনে ক্ষোভ দানা বেধে উঠেছে। তারা বৈষ্যম্যের অবসান চায়। চায় বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রার্থী মনোনয়ন। গত ১০ বছর পূর্বে পিছিয়ে পড়া অবহেলিত জনপদের প্রায় ২ লাখ লোককে সচেতন করার লক্ষে এখানে গঠিত হয়েছে ঐক্য পরিষদ। উপজেলা সদরের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব আবুল হোসনে সরকারের সভাপতিত্বে গঠিত ওই ঐক্য পরিষদের মূল শ্লোগান হচ্ছে আর কোন দাবি নাই ঝিনাইগাতীতে এমপি চাই। আসন্ন জাতীয় দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্য পরিষদের উদ্যোগে এলাকার বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টানানো হয়েছে ব্যানার, পোষ্টার, ফেস্টুনসহ বিভিন্ন প্রচারপত্র। ঐক্য পরিষদের ওই শ্লোগানকে বুকে ধারন করে ঝিনাইগাতী উপজেলা থেকে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী দীর্ঘদিন থেকেই গণসংযোগের মাধ্যমে মাঠ চষে বেড়াচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাঈম দু’বার দলীয় মনোনয়ন চেয়ে না পেলেও তিনি মাঠ ছাড়েননি। দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি সাধারন মানুষের বিপদাপদে পাশে দাঁড়িয়ে সর্বত্র তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। উপজেলা চেয়ারম্যান প্রশাসনের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়নের দিক থেকে তারা দুজনই শতভাগ আশাবাদী। বিএনপির আরেকজন নতুন মুখ মেজর মাহমুদুল হাসান (অব:)। তিনিও এলাকায় প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঐক্য পরিষদের কথা হচ্ছে বড় দু’টি রাজনৈতিক দল যদি এ উপজেলা থেকে প্রার্থী মনোনয়ন দেয় তবে উপজেলাবাসী দলমত নির্বিশেষে সবাই মিলে ওই প্রার্থীর নির্বাচন করবে। আর যদি দল কোন প্রার্থী মনোনয়ন না দেয় সে ক্ষেত্রে এ উপজেলাবাসীর পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী দিয়ে বড় দু’টি দলের বিপক্ষে অবস্থান নিয়ে সে প্রার্থীকে নির্বাচিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমানে ঝিনাইগাতীতে এমপি চাই ঐক্য পরিষদের ওই শ্লোগানের সাথে একাত্মতা ঘোষনা করেছে এলাকার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি আমজনতাও। ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সারোয়ার বাহাদুর লাল আদিবাসী অধ্যুষিত অবহেলিত জনপদ ঝিনাইগাতী উপজেলা থেকে দলীয় মনোনয়নের জন্য প্রধান দুই দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রার্থী বাছাইয়ে ঝিনাইগাতীকে অগ্রাধিকার না দিয়ে পুনরায় শ্রীবরদীতে মনোনয়ন দিলে যোগ্যতার ভিত্তিতে তৃতীয় কোন পক্ষকে নির্বাচিত করা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!