স্টাফ রিপোর্টার : সপ্তাহ না ঘুরতেই ফের দু’দিনের সফরে নির্বাচনী এলাকা শেরপুরে যাচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এজন্য ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকার বাসভবন থেকে নকলায় পৌছবেন তিনি।
শুক্রবার সকালে তিনি নালিতাবাড়ীর উপজেলার রামচন্দ্রকুড়া, কাকরকান্দি ও নালিতাবাড়ী ইউনিয়নের গরিব-দু:স্থ ব্যক্তি এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল, চাদর ও সুয়েটার বিতরণ করবেন। পরদিন শনিবার সকালে নালিতাবাড়ী উপজেলার বাঘবেড়, নন্নী, পোড়াগাও ও নয়াবিল ইউনিয়নের গরিব-দু:স্থ ব্যক্তি এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল, চাদর ও সুয়েটার বিতরণ করবেন। ওইদিন বিকেলেই ঢাকার উদ্দেশ্যে নকলা ত্যাগ করবেন তিনি।
এদিকে কৃষিমন্ত্রীর উপস্থিতিতে শুভ গ্রাম বিদ্যুৎ উদ্বোধন এবং বস্ত্র বিতরণ উপলক্ষে স্থানীয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
