শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : বেওয়ারিশ কুকুরের উপদ্রব থেকে জন সাধারণ ও পথচারীকে রক্ষায় এবার কুকুর নিধন অভিযান শুরু করেছে শেরপুরের শ্রীবরদী পৌরসভা। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী ওই কুকুরনিধন অভিযানের উদ্বোধন করেন শ্রীবরদীর পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাকিম। এ উপলক্ষ্যে পৌর শহরের চৌরাস্তা মোড় এলাকায় ওই অভিযান উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন, কাউন্সিলর আবিদ হোসেন নতুন, হাবিবুল্লাহ হাবি, পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ আশরাফ আলী প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি শ্রীবরদী সদরে কুকুরের কামড়ে প্রায় ১০ পথচারী-শিশু আহত হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এরপর পৌর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন এবং এক সপ্তাহের মধ্যেই কুকুর নিধন অভিযান শুরু করলেন।
