তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : হিন্দু সনাতন ধর্ম্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গাপুঁজো সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া’র সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, কুমিল্লা শাকতলার্ যাব-১১ এর সহকারী পরিচালক ওয়ারেছ, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট আশিষ কুমার ভট্টাচার্য্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা’র প্রতিনিধি আ. মুনাফ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন কুমার বকসী, সাধারণ সম্পাদক র্নিমল পাল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অ্যাড. প্রদীপ দত্ত, সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মধুসূদন বিশ্বাস, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি পার্থ সারথী দত্ত, দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি বাসু দেব ঘোষ ও ভারপ্রাপ্ত সম্পাদক প্রাণকৃষ্ণ আচার্য্য, সদস্য জহরলাল বণিক, হোমনা উপজেলা শাখার সভাপতি উৎপল কুমার ভৌমিক, তিতাস উপজেলা শাখার সভাপতি স্বপন সূত্রধর প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদ মাহবুব খাঁন, সদর দক্ষিণ উপজেলা র্নিবাহী কর্মকর্তা ফাতেমা জাহান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখা’র আহবায়ক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অব:) হারাধন শীল, সদস্য সচিব ডা: মধুসূদন বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র দেবনাথ (নারায়ন মাষ্টার), মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শংকর রায়, তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক ননী দেবনাথ, বুড়িচং উপজেলা শাখার সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, নাঙ্গলকোর্ট উপজেলা শাখার সহ-সভাপতি নিতাই মজুমদার, সদস্য রতন মজুমদার, চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপক আইচ, সদর দক্ষিণ উপজেলা শাখা’র সভাপতি নির্মল ঘোষ প্রমুখ।
ওই সভায় জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। আসন্ন শারদীয়া উৎসবকে সার্বজনীন উৎসবে রূপ দিতে সকল প্রকার অশুভ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। প্রত্যেক উপজেলার চেয়ারম্যানকে পূজা মন্ডপ ঘুরে দেখার এবং উপজেলা নির্বাহী অফিসারগণকে পূজা কমিটি’র সকলকে নিয়ে মিটিং করার আহবান জানান। সকল ধর্মের অনুসারীদের একে অন্যের প্রতি সহনশীল হওয়ার জন্যও তিনি অনুরোধ জানান।
সভাসূত্র জানায়, এবার জেলায় ৭শ পূজা মন্ডপে পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। তবে ৭শর মধ্যে ১শ মন্ডপই ঝূকিপূর্ণ এলাকায় রয়েছে। এ বিষয়ে স্থানীয় বিষয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে
