তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এক অভিযানে অর্ধ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করে।
বিজিবি-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভারতীয় সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে ভারতীয় হুইস্কিসহ বিভিন্ন প্রকার মদ ৮.৫ লিটার, ভারতীয় গাঁজা ০৭ কেজি, ভারতীয় ফেন্সিডিল ৫৫ বোতল, ভারতীয় কিচমিচ ২৪ কেজি, ভারতীয় জিরা ১২শ কেজি, ভারতীয় মোটর সাইকেল ০১, বাংলাদেশী রসুন ১৪৪ কেজি, মাইক্রোবাস ০১ টি, পিকআপ গাড়ী ০১ টি, ভারতীয় বাই-সাইকেল ০১ টি এবং ভারতীয় ষ্টীলের বল ৬২০ টি মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪৯ লাখ ৫৩ হাজার ৫০ টাকা বলে ধারণা করা হচ্ছে। আটককৃত মালামাল কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর/কাস্টমসে জমা করা হয়েছে। তবে ওই ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি।
