শ্যামলবাংলা ডেস্ক : এবার জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সেদিন বেশি দূরে নয়, জাতীয় পার্টি আবারও ‘নাম্বার ওয়ান পার্টি’তে পরিণত হবে। জাতীয় পার্টি এক সময় নাম্বার ওয়ান পার্টি ছিল, আবারও তাই হবে। তিনি ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সুন্দরবন হোটেলে জাতীয় যুব সংহতি আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, জাতীয় পার্টি বর্তমান নির্বাচন পদ্ধতি পরিবর্তন ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না। মহাজোটের দ্বিতীয় বৃহত্তম শরিক জাপা চেয়ারম্যান আওয়ামী লীগকে জনধিকৃত দল আখ্যায়িত করে বলেন, সামনের নির্বাচনে তারা ২০ শতাংশ ভোটও পাবে না।
তিনি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, তারা নির্বাচন পদ্ধতির পরিবর্তন চান না। অর্থ, বিত্ত ও পেশীশক্তির মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চান। তাদেরকে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য করতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক রাজনীতিবিদেরই স্বপ্ন থাকে, আমারও একটা স্বপ্ন আছে। আমার স্বপ্ন ক্ষমতায় গিয়ে দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করা।
যুব সংহতির সভাপতি আলমগীর শিকদার নোটনের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এমপি, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় যুবসংহতির সদস্য সচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া।
