শ্যামলবাংলা ডেস্ক : মতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বর্তমান সরকারের নির্দেশনা মানতে হবে। নির্দেশনা না মানলে তাদের বাড়িতে পাঠিযে দেয়া হবে।
২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি ওই কথা বলেন।

জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত ‘বর্তমান সরকারের উন্নয়ন : জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের অপ্রয়োজনীয় কথা না বলার আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীসহ আমরা নিরলস কাজ করে যাচ্ছি। সুতরাং আপনারা অহেতুক কথা বলে আমাদের বিপদে ফেলবেন না।
২৪ অক্টোবরের পর বিএনপির আন্দোলনের হুমকি সম্পর্কে বলেন, ওই সময়ের পর দেশে কিছুই হবে না। তারা অহেতুক হুমকি দেয়। তাদের আন্দোলনের শক্তি নেই। আমরা মতায় থেকেই নির্বাচন করব। কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। ।
