শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম বলেছেন, অভিমান করে ঘরে বসে থাকার সময় আমাদের নেই। সকল ভেদাভেদ ভূলে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে প্রতিটি নেতাকর্মীকে হাতে হাত রেখে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি সাধারন মানুষের কাছে দ্রুত পৌছে দিতে হবে। আমরা কে কি পেয়েছি তা দেখার বিষয় নয়।
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের চৌরাস্তা বাজার, খঞ্চেপাড়া বাজার, গড়খোলা বাজারসহ বিভিন্ন স্থানে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন সাবেক এমপি খন্দকার মুহম্মদ খুররম। আ’লীগের ঘাঁটি বলে পরিচিত কাকিলাকুড়া ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা খন্দকার খুররমকে কাছে পেয়ে আত্মহারা হয়ে পড়েন।
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শাহীদ উল্লাহ শাহী, জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, নৌকা প্রতীক প্রেমী ইদু মিয়া, সাবেক ছাত্র নেতা ওয়াছেক বিল্লাহ বিল্লালসহ কয়েকশ তৃণমূল নেতাকর্মী। এসময় তৃণমূলকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যারা গত নির্বাচনে অত্র এলাকায় নৌকা মার্কার পক্ষে নির্বাচন করেছি, তারা এ সরকারের পৌণে ৫ বছরেও কোন সুযোগ সুবিধা পায়নি। অথচ কতিপয় চাটুকদার নেতাকর্মীরা আমাদেরকে পুঁজি করে এ সরকারের আমলে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন। তাদের ভাগ্য উন্নয়ন হলেও আমরা তৃণমূল নেতাকর্মীরা আজ সাধারন মানুষের কাছে অনেকটাই ছোট হয়ে আছি।
