ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা সদরে বাংলালিংক এসএমই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে শেরপুরের ডিস্ট্রিবিউটর মীর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রিজিওনের এসএমই ম্যানেজার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রিজিওনের ট্রেড মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ মো. বোরহান উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ঝিনাইগাতীর সভাপতি আমিরুজ্জামান লেবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ফারুক আহাম্মেদ, সাংবাদিক আব্বাস উদ্দিন, খোরশেদ আলম, এম খলিলুর রহমান, আসাদুল্লাহ্ সিরাজী, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলালিংক এসএমই শেরপুর-জামালপুর চ্যানেল ম্যানেজার মো. রিয়াজুল হক।
