ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৩ উপলক্ষে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডা. আসিফ ইকবাল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুর রওশন, ডা. খাইরুল কবির সুমন, ইপিআই টেকনিশিয়ান রহুল আমিন প্রমূখ। এ এডভোকেসী সভায় আগামী ৫ অক্টোবর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
