মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ সদর উপজেলায় মেঘনা নদীতে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে।
২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার চরকেওয়া ইউনিয়নের চরঝাপটা গ্রামঘেঁষা মেঘনা নদীতে মাছ ধরার সময় ওই বজ্রপাতের ঘটনা ঘটে । নিহতরা হচ্ছে চরঝাপটা গ্রামের মিজান বেপারির ছেলে মো. মামুন (১৮) ও হানিফ সরদারের ছেলে জিয়াউর রহমান (৩৫)।
জানা যায়, বুধবার সকাল থেকেই বৃষ্টির মধ্যে ইঞ্জিনচালিত ট্রলারে করে মেঘনা নদীতে মাছ ধরছিলেন মামুন ও জিয়াউর। দুপুর ১২টার দিকে আকস্মিক বজ্রপাতে তাদের শরীর সম্পূর্ণ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে মামুন ও জিয়াউরের লাশ তাদের আত্মীয়-স্বজনরা বাড়ি নিয়ে যায়।
