জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : বিদ্যুৎ বিল কমানোর দাবিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উপজেলা আবাসিক প্রকৌশলীর অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ওই বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়। পরে ভৌতিক বিল নয়, সহনীয় পর্যায়ে বিদ্যুৎ বিল করতে কর্তৃপক্ষের আশ্বাসে ফিরে যায় গ্রাহকরা।
জানা যায়, দীর্ঘদিন যাবত নালিতাবাড়ী উপজেলার বিদ্যুৎ গ্রাহকরা ভৌতিক বিল ও অতিরিক্ত বিল পেয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাহকদের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ বিল সাথে নিয়ে গড়কান্দাস্থ উপজেলার আবাসিক প্রকৌশলীর অফিসে যায়। ওইসময় আবাসিক প্রকৌশলী আজিজুর রহমান বিদ্যুৎ বিল, কিছুই করা যাবে না এরকম কথা বললে গ্রাহকরা বিক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে পড়ে। পরে অবস্থা বেগতিক দেখে স্থানীয় শ্রমিক নেতা রেজাউল করিম, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, মনোয়ার হোসেন, লিটনসহ আরো অনেকে আবাসিক প্রকৌশলী ও বিদ্যৎ গ্রাহকদের সাথে কথা বলেন এবং আলোচনায় বিদ্যুৎ বিল মিনিমাম করতে আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ গ্রাহকদের প্রতিশ্র“তি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
