শ্যামলবাংলা স্পোর্টস : এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ওই পদত্যাগের কথা জানান।
এসময় তিনি বলেন, তিনি ১৮ সেপ্টেম্বর ওই পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এর কারণ হিসেবে তিনি জানান, সামনের বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়বেন তিনি। এজন্য ইতোমধ্যেই চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর আকরাম খানের নেতৃত্বাধীন পাঁচ বছর মেয়াদী নির্বাচক কমিটির মেয়াদ শেষ হবে।
