বগুড়া সংবাদদাতা : বগুড়া পৌর শহরে বাসচাপায় একটি অটোরিক্সার ২ আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে শহরের বনানী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে আলিমুজ্জামান আলিম (২৫) ও অটোরিক্সা চালক এনামুল হক (২২)। তাদের দুজনেরই বাড়ি ধুনট উপজেলায়।
জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে একটি অটোরিক্সা ধুনট যাওয়ার পথে বনানী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ওই অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক এনামুল মারা যায়। গুরুতর আহত অবস্থায় আলিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
