শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানের দণি-পশ্চিমাঞ্চলে বালুচিস্তানের প্রত্যন্ত এলাকায় শক্তিশালী এক ভূমিকম্পের। আঘাতে এ পর্যন্ত আড়াইশ’র বেশি নিহতের খবর পাওয়া গেছে। এতে আরো বহু মানুষ আহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, বেঁচে যাওয়া লোকজনের জন্যে জরুরী ভিত্তিতে খাবারের পানি, ওষুধসহ চিকিৎসা সামগ্রী এবং থাকার জন্যে তাবুর প্রয়োজন। ওখানকার অন্যতম প্রধান একটি হাসপাতালের একজন চিকিৎসক বলছেন, পরিস্থিতি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন।
ভুমিকম্প কবলিত এলাকাটির বেশিরভাগ বাড়িঘর ছিলো মাটির তৈরি ফলে ভূমিকম্পে পুরো গ্রাম মাটির সাথে মিশে যাওয়ায় এবং প্রত্যন্ত এলাকায় হওয়ায় উদ্ধারকাজ চালাতে ও ত্রাণ সাহায্য পৌঁছে দিতে বিলম্ব ঘটছে।
এই ভূমিকম্পের ফলে গয়াদর সমুদ্র উপকূলের কাছে তিরিশ মিটার বিস্তৃত একটি নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে।
