চূয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুহুড়দা উপজেলায় ৫টি বোমা ও ৫টি ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দর্শনা শান্তিপাড়া এলাকা থেকে নাসির (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত নাসির স্থানীয় খলিশাগাড়ি গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দর্শনা শান্তিপাড়ার জনৈক মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে নাসিরকে আটক করে পুলিশের একটি দল। ওইসময় তার কাছ থেকে ৫টি বোমা, ২টি রামদা ও ৩টি হাসুয়া উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।
