চট্ট্রগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে নাশকতার প্রস্তুতির অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ৩৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রামের ডিসি হিল ও চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।
চট্টগ্রামের মহানগর পুলিশের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ ওই আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক শিবির কর্মীরা নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, আটক কর্মীদের মুক্তি না দিলে বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে আধাবেলা হরতাল করার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির।
