শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আব্দুল কাদের মোলার পে রিভিউ পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফাঁসির রায় কার্যকর না করার আহ্বান জানিয়েছেন । তিনি ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দণি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান।

কাদের মোলর মৃত্যুদণ্ডের রায় দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন উলেখ করে মওদুদ আহমেদ বলেন, নিম্নআদালতের রায় ঘোষণার পর আইন সংশোধন করে বাদিপকে আপিল করার সুযোগ দেয়া হয়েছে। নিম্নআদালতের রায়ে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে আপিল বিভাগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
মওদুদ বলেন, রিভিউ করা নাগরিক অধিকার অথচ কাদের মোলাকে এ অধিকার থেকে বঞ্চিত করে সরকার তার ফাঁসির আদেশ কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, সংবিধানে যেটা আছে সেটাই কার্যকর দেখতে চাই।

আইনজীবী ফোরামের প থেকে কাদের মোলার রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মওদুদ বলেন, কাদের মোলার বিরুদ্ধে করা মামলার বিচারিক কার্যক্রম আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার তাদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এ মামলা করেছিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদিন, জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সরকার।
