শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে অবৈধ গাঁজা হেফাজতে রাখা ও ব্যবসার দায়ে রঞ্জু হরিজন (৩৫) নামে এক যুবককে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার পৌর শহরের উত্তর বাজার সুইপার কলোনী এলাকায় ওই সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত রঞ্জু হরিজন স্থানীয় যমুনা হরিজনের পুত্র।
জানা যায়, মঙ্গলবার সকালে শেরপুর জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট নাজমুল সাকিব ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তারিক মাহমুদের নেতৃত্বে শ্রীবরদীর সুইপার কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করা হয় রঞ্জু হরিজনকে। পরে ঘটনাস্থলেই জব্দনামা প্রস্তুতকরণ এবং স্বাক্ষপ্রমাণ গ্রহণান্তে তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
