শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে পৌর শহরের তাতিহাটি সাব সেন্টারে দু’দিন ব্যাপী উন্নয়ন শিক্ষা মেলা শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ওই মেলার উদ্বোধন করেন এডিপি ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরেফিকেশন।
শিক্ষা প্রজেক্ট ম্যানেজার উজ্জল রেমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকল্প ম্যানেজার ঝান্ডা মৃ, অর্থনৈতিক উন্নয়ন প্রজেক্ট ম্যানেজার ওয়াসিম সাংমা, এডিপি কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, ওয়াস কমিটির মেম্বার আ. কাদের, শিক্ষা কমিটির মেম্বার মমতাজ উদ্দিন মাষ্টার প্রমুখ।
মেলায় স্কুল ও শ্রীবরদী এডিপি’র ৪টি প্রকল্প অংশগ্রহণ করছে।
