স্টাফ রিপোর্টার : শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. রাকিব হোসেন বাতজ্বরজনিত রেমোটিক আর্থাইটিজ রোগে ভূগছে। শেরপুর শহরের ঢাকলহাটি মহল্লার বাসিন্দা গরিব দর্জি মো. আব্দুল খালেকের সন্তান রাকিবের অবস্থা এখন ক্রমেই অবনতিশীল। বর্তমানে সে শয্যাশায়ী ও চলৎশক্তিহীন হয়ে পড়ায় পড়াশুনাও তার বন্ধ। অথচ উন্নত চিকিৎসা পেলে সে সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠবে।
কিন্তু দীর্ঘ প্রায় ৯ বছর যাবত রাকিবের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে দরিদ্র পিতা খালেক এখন একবারেই নি:স্ব হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার লক্ষে রাকিবকে মাদ্রাজ নিয়ে যাওয়া জরুরী। এজন্য চিকিৎসাবাবদ প্রয়োজন প্রায় ৩ লক্ষ টাকা, যা সামান্য দর্জির আয় থেকে ওই বিপুল অংকের ব্যয়ভার বহন করা দরিদ্র পিতার পক্ষে সম্ভব নয়।
তাই মেধাবী শিক্ষার্থী সন্তান রাকিবের জীবন বাচাতে হতভাগ্য পিতা খালেক সমাজের বিত্তবান সহানুভূতিশীল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা কামনা করছেন। যোগাযোগ : মোবাইল ০১৭৪৯-০৫০৭৫৫, অগ্রণী ব্যাংক, শেরপুর শাখা, শেরপুর এর সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০২৩৫৯৯৪১।
