সিরাজগঞ্জ সংবাদদাতা : যুদ্ধাপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত নেতাসহ জামায়াত-শিবিরের কেন্দ্রীয় সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির। ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের বড় বাজার থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে পুরাতন পোস্ট অফিসের সামেন গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়।
এসময় সমাবেশে পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আবু জাফর ও পৌর শিবিরের সভাপতি রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।