সাতক্ষীরা সংবাদদাতা : জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ আটক শীর্ষ নেতাদের মুক্তি ও সরকারের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
২৩ সেপ্টেম্বর সোমবার সকালে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ কোর্টের সামনে সমাবেশ করে। ওইসময় জামায়াত-শিবির কর্মীরা ১০/১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সেক্রেটারি জাহিদুল ইসলাম, শহর শিবির সভাপতি আবু তালেব, সেক্রেটারি আমিনুর রহমান প্রমুখ।
সাতক্ষীরা পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ও দেবহাটা উপজেলার সখিপুরে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
