শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মতাসীন দলের মনোভাবের কারনে জাতিসংঘের মহাসচিবের সংলাপের উদ্যোগ ফলপ্রসূ হয়নি। তিনি ২৩ সেপ্টেম্বর দুপুরে নয়া পল্টনের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের ওই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের মহাসচিবের টেলিফোন সংলাপে বেগম খালেদা জিয়া দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং সংকট নিরসনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় আওয়ামী লীগ ও বিএনপির দুইজন করে প্রতিনিধি নিয়ে একটি বৈঠকের প্রস্তাব করেন। আমাদের নেত্রী ওই প্রস্তাবে আপত্তি নেই বলে মহাসচিবকে জানিয়েছিলেন। অপরদিকে ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল ফার্নান্দেজ তারাঙ্কো আমাদের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে জানিয়েছেন, ওই মিটিংয়ের প্রস্তাবে আওয়ামী লীগ সাড়া দেয়নি।

দেশের রাজনৈতিক সংকট সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা চলতি সংসদ অধিবেশনেই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের একটি বিল নিয়ে আসবেন। অন্যথায় ২৪ অক্টোবর সংসদের অধিবেশন শেষ হওয়ার পর দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে তার দায় সরকারের ওপরই বর্তাবে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি সংলাপের মাধ্যমে সংকট নিরসনে বার বার সরকারের প্রতি আহবান জানিয়ে এলেও সরকারের প থেকে কোনো সাড়া মেলেনি।
