স্টাফ রিপোর্টার : শ্বাসরোধে বোনকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে ২৩ সেপ্টেম্বর সোমবার সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত আশা বেগমের ভাই হাদী ইমাম তালুকদার আকাশ। মামলায় স্বামী জীবন মিয়া,তার বাবা সুরুজ্জামান ও মা হামেদা বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৩/৪ জনকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য রবিবার দুপুরে পৌর শহরের মীরগঞ্জ এলাকার আতোয়ার তালুকদারের মেয়ে শেরপুর সরকারী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী আশা বেগমকে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ ঘটনা প্রতিবেশিরা দেখে ফেলায় তাকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী জীবন মিয়া। ঘন্টা খানেক পর আশা মারা যায়।
সদর থানার ওসি (তদন্ত) মোঃ মাহফুজুর রহমান মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।
