শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) কে বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির প্রতিষ্ঠাতা ও পরে বহিষ্কৃত নেতা নাজমুল হুদা। ২৩ সেপ্টেম্বর বিকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই ঘোষণা দেন।
এদিকে দলটির বর্তমান নেতারা এই ঘোষণাকে প্রত্যাখান করে বলছেন, নাজমুল হুদা বিএনএফের কেউ না, কাজেই তার এই ঘোষণায় কিছু যায় আসে না। দলের দায়িত্বে থাকা জোট সরকারের আমলের প্রতিমন্ত্রী জাহানারা বেগম জানান, । তাকে অনেক আগেই দল থেকে বহিস্কার করা হয়েছে, নাজমুল হুদা এখন দলের কেউ না । কাজেই দল বিলুপ্ত করার কর্তৃত্ব তার নেই। আমাদের সংগঠন নিবন্ধন পাওয়ার অপোয় আছে।
উল্লেখ্য, ২০১২ সালের জুনে বিএনপি থেকে পদত্যাগ করার পর নাজমুল হুদা ওই বছরের আগস্টে মাসে বিএনএফ গঠন করেন । সেসময় তিনি বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শে নেই দাবি করে সব শ্রেণি পেশার মানুষ তার দলে যোগ দেবে এবং বিএনপিতে জিয়াউর রহমানের অনুসারীরাও তার বাইরে থাকবেন না বলে আশা প্রকাশ করেন । বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী চলবে তার দল। বিএনএফ আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।