বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের সেনা রিজিয়নের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ সেনা সদস্যের আকস্মিক মৃত্যু হয়েছে। তারা ১৪৩ ফিল্ড ওয়ার্কশপে কর্মরত ছিলেন। ২২ সেপ্টেম্বর রবিবার মধ্যরাতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন দিনাজপুরের ভিরলার তেকরাম গ্রামের মো. মুসলেম উদ্দিনের ছেলে মো. রুবেল (২৪) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার আলকাস ইসলামের ছেলে জেনেরুল হক (২৩)।
জানা যায়, রাতে তারা কাউকে না জানিয়ে লোহার সিঁড়ি নিয়ে ডাব পাড়তে গেলে অসাবধানতাবশত লোহার সিঁড়িটি বৈদ্যুতিক খুঁটিতে লাগলে তারা দু’জনই বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ওই অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর সেনাবাহিনীর হাসপাতালে ও পরে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
৬৯ রিজিয়নের সেনা কর্মকর্তা মেজর মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
