কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩০ জনকে আটক করেছে বিজিবি। এসময় একজন বাংলাদেশি ও একজন মিয়ানমারের দালালকেও আটক করা হয়। ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে টেকনাফের দমদমিয়া থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা মধ্যে ঝিনাইদহের ৪ জন, নরসিংদীর ১৮, বগুড়ার ১, নারায়ণগঞ্জের ৪ ও যশোরের ৪ জন যাত্রী এবং মিয়ানমারের মংডু এলাকার মো. ইব্রাহিম।
টেকনাফ-৪২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মালয়েশিয়ায় মানব পাচারকারীর হাত ধরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার খবরে বিজিবি’র সদস্য অভিযান চালিয়ে ওই ৩২ জনকে আটক করে। এ ব্যাপারে মিয়ানমারের পাচারকারী দলের অন্যতম সদস্য আটক মো. ইব্রাহিমকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
