শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পল্লী সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি ইউনিয়নের ১৩টি গ্রামের ১৩০ জন সদস্যের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর রবিবার ৫ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকার ওই ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরার সভাপতিত্বে ওই ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ওই অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শ্রীবরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলভিত্তিক ঋণ গ্রহিতারা উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আওতাভূক্ত ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১০ হাজার টাকা করে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। ওই ঋণ বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুস সালাম।
