শ্রীবরদী সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ এর বর্ধিত সভা ২১ সেপ্টেম্বর শনিবার স্থানীয় শহীদ শাহ মোতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, ইঞ্জিনিয়ার একে এম ফজুলুল হক চাঁন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেরপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী জনাব আলহাজ্ব এস এম আব্দুল্লাহেল ওয়ারেছ নাঈম, জেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ’র সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, সাধারণ সম্পাদক, আ স ম নাসিম কাকন, জেলা আওয়ামী লীগ এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল সালেহ, উপজেলা আওয়ামী লীগ ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান খসরু, শ্রমিক লীগ আহবায়ক আবু জাফর, সদস্য সচীব জাকির হোসেনসহ আওয়ামী লীগ এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ এর সাধারণ সম্পাদক এম এ সাত্তার বাবু’র সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে আবারো শেখ হাসিনার সরকারকে মতায় আনার আহবান জানান।
