ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর রবিবার দুপুরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মানববন্ধন করে। মানববন্ধনের আগে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ারম্যান খলিলুর রহমানের বাড়ী প্রদক্ষিণের পর আবার বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আবুল বাসার ভাষানী, মোঃ জুয়েল মিয়া, ছাত্রনেতা আহসান আলী, মোস্তাফিজুর রহমান, সালমা আক্তার, আব্দুল মতিন, উমেদ আলী, আব্দুল রহিম, সালেহ আহম্মেদ প্রমূখ। বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার করে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, উপজেলার গজারমারীতে ডাকাতি ও হত্যা মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত মন্নাফ আলী বিদ্যালয়ের ১ একর জমি সংক্রান্ত জমির বিরোধের জের ধরে বাদী হয়ে বিদ্যালয়ের ৩ জন শিক্ষক ও ২জন কর্মচারীর বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর ঝিনাইগাতী আমলী আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। আদালত মামলাটি এফআইআর করার জন্য ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ওই মামলায় গ্রেফতারে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখা চরম বিঘœ ঘটছে। এরই জের ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
