শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানের পেশোয়ার শহরের একটি গির্জায় বোমা হামলায় অন্তত: ৬৬ জন নিহত হয়েছে। পাকিস্তানী সংবাদপত্র দ্যা ডন এর খবরে প্রকাশ ২২ সেপ্টেম্বর রবিবার ওই বোমা হামলায় অন্তত ১শ ৩০ জন আহত হয়েছে।

খবরে প্রকাশ পেশোয়ারের অন্যতম স্পর্শকাতর এলাকা কোহাটি গেইটএর অল সেইন্ট’স গির্জায় ছয় কিলোগ্রাম ওজনের ওই বোমা বিস্ফোরনে নিকটবর্তী ভবনগুলোর জানালা উড়ে যায়। বোমা নিস্ক্রিয়করন স্কোয়াডের অতিরিক্ত আইজি শাফকাত মালিক জানান দুইজন আত্মঘাতী ওই বোমা হামলা চালিয়েছে। নারী ও শিশুসহ বিস্ফোরণে আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার ইসমাইল তারিক জানান, বিস্ফোরণ ঘটানোর আগে হামলাকরীরা গির্জার নিরাপত্তা রীদের ল্য করে গুলি ছুড়েছিল এতে এক রী নিহত ও অপরজন আহত হয়েছেন ।
গির্জায় প্রবেশের পর প্রথম বোমা বিস্ফোরণের পর হামলাকারীরা ৩০ সেকেন্ডের ব্যবধানে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়।
