শ্যামলবাংলা ডেস্ক : নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব নাছিরাবাদ এলাকায় একটি ট্রাকসহ ৪৫টি কম্পিউটার মনিটর আটক করেছে বিজিবি। ২১ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পূর্ব নাছিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ওই মনিটরগুলো আটক করে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
জানা যায়, শনিবার গভীর রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পূর্ব নাছিরাবাদ এলাকায় বিএসআরএম কারখানার সামনে পার্কিং করা একটি ট্রাকে অভিযান চালায়। ওইসময় বিজিবি সদস্যদের দেখে ওই ট্রাকে থাকা চালকসহ অন্যান্যরা পালিয়ে গেলে তাদের সন্দেহ ঘনিভূত হয়। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে আমদানী করা মনিটরগুলোর বৈধ কোন কাগজপত্র না থাকায় সেগুলো আটক করা হয়। ট্রাকসহ কম্পিউটার মনিটরগুলো ২৮ ব্যাটেলিয়ন বিজিবি’র সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
লে. কর্ণেল এস এম সালাহউদ্দিন বলেন, আটককৃত কম্পিউটার মনিটরগুলোর বৈধ কোন কাগজপত্র না পাওয়ায় ওইগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব কাস্টমস কর্তৃপক্ষের।
