পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার নারীদের উচ্চতর শিার একমাত্র মহিলা অনার্স কলেজ জাতীয় করণের দাবিতে বিশাল মানব-বন্ধন ও পথসভা করেছে ওই কলেজের শিক ও শিার্থীবৃন্দ। ২২ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দীর্ঘ দেড় ঘন্টা কলেজের সামনের রাস্তায় দাঁড়িয়ে হাতে হাত ধরে শিক ও শিার্থীরা মানব-বন্ধন করে। এসময় ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ রুপে বন্ধ হয়ে যায়।
বিশাল মানব-বন্ধন শেষে সংপ্তি পথসভায় কলেজের উপাধ্য হামিদুর রহমানের সভাপতিত্বে শিার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাদিয়া শারমিন, জেসমিন আহমেদ ও শাহনাজ পারভিন। শিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন স্বপন কুমার কুন্ডু, আবদুর রশিদ, আনোয়ারুল আলম, খায়রুল কবির, ফরিদা ইয়াসমিন, শাহিদা জামান, জহুরুল ইসলাম, দিলারা শিরিন, আফরোজা খাতুন, আনসারুল ইসলাম প্রমূখ।
আগামী ২রা অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈশ্বরদীতে আগমন উপল্েয উপজেলা ও পৌর আওয়ামীলীগের কর্মী সমাবেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে যোগদান করতে যাওয়ার সময় তার গাড়ি বহর মানব-বন্ধন এলাকায় দাঁড় করান। সেখানে তিনি ঈশ্বরদী অনার্স মহিলা কলেজ জাতীয় করণের দাবিতে মানব-বন্ধন ও পথসভায় উপস্থিত শিক ও শিার্থীদের দাবির কথা শুনেন এবং দাবির প্রতি একাত্বত্তা ঘোষণা করেন। এসময় তিনি বলেন, আগামী ২রা অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈশ্বরদীর জনসভায় আমি আপনাদের প্রাণের দাবির কথা তুলে ধরবো।