জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলা পাবলিক হল অডিটরিয়ামে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ওয়াজকুরুনীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আওলাদ হোসেন রুহুল। এছাড়া জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবীব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম ভুট্রু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাকিজুল ইসলাম তারাসহ আরও অনেকে ওই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
সভায় যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি বলেন, বঙ্গবন্ধুুর সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সবাইকে আগামী নির্বাচনে এক হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে না পারলে বঙ্গবন্ধূর সোনার বাংলা, প্রধানমন্ত্রীর ভিশন-২১ বাস্তবায়িত হবে না। তাই সবধরনের ভেদাভেদ ভুলে নিজের স্বার্থ ত্যাগ করে দেশের কথা ভেবে দলকে জয়ী করতে হবে। তবেই এ দেশ শেখ মুজিবের সোনার বাংলা, শেখ হাসিনার ভিশন-২১ সফল হবে।