শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের তারিখ এবং খরচ ঘোষণা করতে ২ থেকে ৩ মাস সময় লাগবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান সহকারী সের্গেই ইভানভ ২১ সেপ্টেম্বর শনিবার ওই মন্তব্য করেছেন।
তিনি বলেন, রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে কত সময় লাগবে, কোন প্রযুক্তি ব্যবহার করে তা ধ্বংস করা হবে এবং ওই কাজে কত অর্থ খরচ হবে- সেটি সম্ভবত আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে পুরোপুরি ধারণা পাওয়া যাবে। হঠাৎ করে ওই রাসায়নিক অস্ত্র ধংসের ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য দেওয়া সম্ভব নয়।
রুশ কর্মকর্তা বলেন, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থার কাছে সিরিয়ার সরকার যে তথ্য হস্তান্তর করেছে তাতে প্রমাণিত হয় আসাদ সরকার এ বিষয়ে আন্তরিক।
গত ১৪ সেপ্টেম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ৩ দিনের আলোচনা শেষে একটি সমঝোতায় পৌঁছান। এ সমঝোতা অনুযায়ী, সিরিয়ার সমস্ত রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণে আনা হবে। ওই সমঝোতায় ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
